Anek ta poth
hantlam, aro hantte hobe
Amar nishwas proshwas
tate alikhito kota shabdo
shei shabder guchcho niye
egote hobe,banchte hobe
Tumi pashe thakbe to?
Bujhina,baddo golmele
anko konodino nahi mele
tao melate hobe
dana nei tobu urte hobe
Attyobiswasher agnishikha
jate projwolito thake
mon ke sheta bojhate hobe
Ki dilam,ki pelam,kothin hiseb
melate jodi na pari
tumi miliye debe to?
Tumi to jibon,amar jibon
amar dhamoni te ,snayu te
rakter protyekta phontai
tumi chhoriye achho
Amar proti muhurter galpo
shei golper nana choritro
tumi i to lekho
tai na ?
_________________________
অনেক টা পথ
হাঁটলাম , আরও হাঁটতে হবে
আমার নিঃশ্বাস প্রশ্বাস
তাতে আলিখিত কটা শব্দ
সেই শব্দের গুচ্ছো নিয়ে
এগোতে হবে,বাঁচতে হবে
তুমি পাশে থাকবে তো?
বুঝিনা,বড্ড গোলমেলে
অঙ্ক কোনদিনও নাহি মেলে
তাও মেলাতে হবে
ডানা নেই তবু উড়তে হবে
আত্মবিশ্বাসের অগ্নিশিখা
যাতে প্রজ্বলিত থাকে
মন কে সেটা বোঝাতে হবে
কী দিলাম,কী পেলাম,কঠিন হিসেব
মেলাতে যদি না পারি
তুমি মিলিয়ে দেবে তো?
তুমি তো জীবন,আমার জীবন
আমার ধমনি তে ,স্নায়ু তে
রক্তের প্রত্যেকটা ফোঁটায়
তুমি ছড়িয়ে আচ্ছো
আমার প্রতি মুহুর্তের গল্প
সেই গল্পের নানা চরিত্র
তুমিই তো লেখো
তাই না ?
www.livenvarghese.com
No comments:
Post a Comment