Jani, achho dariye
duarer arale,
opekkhaye, kakhon ghumer kole
matha rakhbe amar chokh duti,
awpoloke takiye achho.
Achcha, amon kore takiye achho kyano?
Enechho bujhi ekti notun kahini,
jeta porbo shudhu ami ar tumi?
Jodi thake ei kahini te
dukkho, asrudhara, bedonar gaan,
jodi thake ei kahini te
awshar gangrene, bistrito moruddyan,
ami kintu porbona.
Jano
nidrar deshe, jekhane ghor amar
ami chaii shudhu swasti apaar.
Du mutho roder kona
ektu uttore batash,
moner shathe gopon kawtha,
ar bare bare hariye jawa.....
জানি, আচ্ছো দাড়িয়ে
দুয়ারের আড়ালে,
অপেক্ষায়ে ,কখন ঘুমের কোলে
মাথা রাখবে আমার চোখ দুটি,
অবপলক তাকিয়ে আচ্ছো.
আচ্ছা, অমন করে তাকিয়ে আচ্ছো ক্যানো?
এনেচ্ছো বুঝি একটি নতুন কাহিনী,
যেটা পরবো শুধু আমি আর তুমি?
যদি থাকে এই কাহিনী তে
দুঃক্ষ, অশ্রুধারা , বেদনার গান,
যদি থাকে এই কাহিনী তে
অসাড় গ্যাংরীন , বিস্তৃত মরুদ্যান ,
আমি কিন্তু পড়বনা .
জানো
নিদ্রার দেশে, যেখানে ঘর আমার
আমি চাই শুধু স্বস্তি অপার.
দু মুঠো রোদের কণা
একটু উত্তরে বাতাস,
মনের সাথে গোপন কথা ,
আর বারে বারে হারিয়ে যাওয়া...
pic-freehdw.com