1. Kato anka banka poth cholchhe amar jibon
achhe akta gantobyosthol
amari jibon,athocho amakei kichu bolena
tar chhalona,na ki o Baul !!
2. Hariye jete chailei ki hariye jaoa jaye
swapno ar smriti,dujone je bhishon bhalobashe amake
3. Somoi
kakhono kat te chaina
kakhono, kakhon kete giyechhe bojha jaina
hoito chhotto akta 5 minit
hoyechhe amar jonye anantokal
tomar hoito monei nei.........
4.Kato aghat kato katakkho
shojjho koreo benche achi
ami,amra........................
kato bar bhangchhe
abar nijeke gorchhe
amar,amader ostitwo........
_______________________________________
1. কত আঁকা বাঁকা পথ, চলচ্ছে আমার জীবন
আচ্ছে একটা গন্তব্যস্থল
আমারই জীবন,অথচ আমাকেই কিছু বলেনা
তার ছলনা ,না কী ও বাউল !
2. হারিয়ে যেতে চাইলেই কী হারিয়ে যাওয়া যায়ে
স্বপ্ন আর স্মৃতি,দুজনে যে ভীষন ভালোবাসে আমাকে
3. সময়
কখনো কাটতে চায়না
কখনো কখন কেটে গিয়েছে বোঝা জায়েনা
হয়ত ছোট্ট একটা ৫ মিনিট
হয়েছে আমার জন্যে অনন্তকাল
তোমার হয়েত মনেই নেই ...........
4. কত আঘাত কত কটাক্ষ
সহ্য করেও বেঁচে আছি
আমি,আমরা........................
কত বার ভাঙছে
আবার নিজেকে গড়ছে
আমার,আমাদের অস্তিত্ব ........