Amaar nijer nishwas
amaar nijer bhabnar guchcho
amaar khamkheyalipana
shobar bashosthan holam ami
kintu era naam jane shudhui akta
amaar astitwer poorak jara
tomar naam uchcharon kore tara
Bhor byalai shiuli phool
amaar opekkhai shada chador pete
tar mishti gandho abohawa te
ami chole jaii tar kachhe
akta adbhut taan,ke jyano dake
amaar ichche kore tader tule ni
shajiye rakhi ghorer ak kona te
kintu orao to amar noi!
jani, bheshe ashbe shei kon theke
sugandhe bhora tomari naam...........
__________________________________
আমার নিজের ভাবনার গুচ্ছ
আমার খামখেয়ালীপনা
সবার বাসস্থান হলাম আমি
কিন্তু এরা নাম জানে শুধুই একটা
আমার অস্তিত্বের পূরক যারা
তোমার নাম উচ্চারণ করে তারা
ভোর ব্যালায় শিউলি ফুল
আমার অপেক্ষায় সাদা চাদোর পেতে
তার মিষ্টি গন্ধ আবহাওয়া তে
আমি চলে যাই তার কাছে
একটা অদ্ভুত টান, কে জ্যান ডাকে
আমার ইচ্ছে করে তাদের তুলেনি
সাজিয়ে রাখি ঘরের এক কোনা তে
কিন্তু এরাও তো আমার নয়ে !
জানি, ভেসে আসবে সেই কোণ থেকে
__________________________________
আমার নিজের নিঃশ্বাস
আমার নিজের ভাবনার গুচ্ছ
আমার খামখেয়ালীপনা
সবার বাসস্থান হলাম আমি
কিন্তু এরা নাম জানে শুধুই একটা
আমার অস্তিত্বের পূরক যারা
ভোর ব্যালায় শিউলি ফুল
আমার অপেক্ষায় সাদা চাদোর পেতে
তার মিষ্টি গন্ধ আবহাওয়া তে
আমি চলে যাই তার কাছে
একটা অদ্ভুত টান, কে জ্যান ডাকে
আমার ইচ্ছে করে তাদের তুলেনি
সাজিয়ে রাখি ঘরের এক কোনা তে
কিন্তু এরাও তো আমার নয়ে !
জানি, ভেসে আসবে সেই কোণ থেকে