Followers

Thursday, November 29, 2012

AMAAR KHAMKHEYALIPANA / আমার খামখেয়ালীপনা


Amaar nijer nishwas
amaar nijer bhabnar guchcho
amaar khamkheyalipana
shobar bashosthan holam ami
kintu era naam jane shudhui akta
amaar astitwer poorak jara
tomar naam uchcharon kore tara

Bhor byalai shiuli phool
amaar opekkhai shada chador pete
tar mishti gandho abohawa te
ami chole jaii tar kachhe
akta adbhut taan,ke jyano dake
amaar ichche kore tader tule ni
shajiye rakhi ghorer ak kona te 
kintu orao to amar noi!
jani, bheshe ashbe shei kon theke
sugandhe bhora tomari naam...........
__________________________________



আমার নিজের নিঃশ্বাস  

আমার নিজের ভাবনার গুচ্ছ 

আমার খামখেয়ালীপনা 

সবার বাসস্থান হলাম আমি 

কিন্তু এরা নাম জানে শুধুই একটা 

আমার অস্তিত্বের পূরক যারা 

তোমার নাম উচ্চারণ করে তারা 


ভোর ব্যালায় শিউলি ফুল 

আমার অপেক্ষায় সাদা চাদোর পেতে 

তার মিষ্টি গন্ধ আবহাওয়া তে 

আমি চলে যাই তার কাছে 

একটা অদ্ভুত টান, কে জ্যান ডাকে  

আমার ইচ্ছে করে তাদের তুলেনি 

সাজিয়ে রাখি ঘরের এক কোনা তে 

কিন্তু এরাও তো আমার নয়ে !

জানি, ভেসে আসবে সেই কোণ থেকে  

সুগন্ধে ভরা তোমারি নাম ...........................



www.mangopeoplebd.com

Sunday, November 04, 2012

BHALOBASHA JIBONE THEEK EI BHABEI TO THAKE......./ ভালোবাসা জীবনে ঠিক এই ভাবেই তো থাকে



Ei achhe ei nei...
theek jyamon oi tara ra
kakhono lukiye pore diner byalai
rater akashe kakhono anek gulo
ba kakhono matro koekta
meghla diner sheshe
kalo megher arale
ora thake athocho dyakha jaina
abar dekhbe musholdhar bristir por
porishkar akashe jakhon chaand
bichhiye daye alor chador
ora ki sundor nijeder shajiye fyale
amra to jani, ora achhe, thakbe
dhore rakha jaini,jabeona
Bhalobasha jibone theek ei bhabei to thake

oi tarader mato...

____________________________________


এই আচ্ছে এই নেই...
ঠিক জ্যামন ওই তারা রা
কখনো লুকিয়ে পড়ে দিনের ব্যালায়ে
রাতের আকাশে কখনো অনেক গুলো
বা কখনো মাত্রো কয়েকটা
মেঘলা দিনের শেষে
কালো মেঘের আড়ালে
ওরা থাকে অথচ দ্যাখা যায়না
আবার দেখবে মুষলধার বৃষ্টির পর
পরিষ্কার আকাশে যখন চাঁদ
বিচ্ছিয়ে দায়ে আলোর চাদর
ওরা কী সুন্দর নিজেদের সাজিয়ে ফ্যালে
আমরা তো জানি, ওরা আচ্ছে, থাকবে
ধরে রাখা যায়নি,যাবেওনা
ভালোবাসা জীবনে ঠিক এই ভাবেই তো থাকে

ওই তারাদের মতো...


www.parade.com

SOME OF MY FAVOURITE POSTS

Related Posts Plugin for WordPress, Blogger...